How a Muslim Can Stay Productive During The Holy Month of Ramadan!
Description
প্রোডাক্টিভ রামাদান কোর্সে স্বাগতম! এই কোর্স থেকে আপনি রামাদান মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পাবেন। রামাদানে নিজের জন্য টার্গেট সেট করা ও লক্ষ্য পূরণের ব্যাপারেও জানতে পারবেন।
৩- পর্বের প্রোডাক্টিভ রামাদান কোর্স সিরিজের ১ম কোর্স এটি। এই কোর্সে আপনি জানতে পারবেন প্রোডাক্টিভ রামাদান কী, কেন মুসলিমদের রামাদান মাসকে প্রোডাক্টিভলি কাজে লাগানো উচিত ও কীভাবে তা করা যায়। এই কোর্স বিখ্যাত TEA Framework এর উপর ফোকাস করে আপনাকে শিখাবে কীভাবে টাইম ম্যানেজ করতে হয়, নিজের শক্তি ও মনোযোগ মাসব্যাপী ধরে রাখার দিকনির্দেশনাও পাবেন এই কোর্সে।
পর্যাপ্ত প্রশিক্ষণ ও দিকনির্দেশনার অভাবে ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেকেই রামাদান মাসটাকে আমলময় করতে পারিনা। অথচ, আমরা জানিনা এই বছরের রামাদান মাসই আমাদের জীবনের শেষ রামাদান কিনা!
পর্যাপ্ত প্রশিক্ষণ ও দিকনির্দেশনার অভাবে ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেকেই রামাদান মাসটাকে আমলময় করতে পারিনা। অথচ, আমরা জানিনা এই বছরের রামাদান মাসই আমাদের জীবনের শেষ রামাদান কিনা! আর তাই, এই কোর্স থেকে আপনি শিখবেন কীভাবে রামাদানের লক্ষ্য নির্ধারণ করতে হয়, লিখে রাখতে হয় ও প্রতিদিন পর্যালোচনা করতে হয়। রামাদানের পরীক্ষিত রুটিন সম্পর্কে ধারণা দিবে এই কোর্স।
এই কোর্সটি আপনি আপনার সুবিধামত সময়ে করতে পারবেন। কোর্স করার কোন রিকোয়ারমেন্ট নেই। তবে আমাদের দিকনির্দেশনা মেনে আপনি যদি এই সিরিজের বাকি ২টি ফ্রি কোর্স ও করতে পারেন ও সবগুলো এডভাইস কাজে লাগাতে পারবেন, তবেই আপনি এই কোর্স এর সুফল লাভ করতে পারবেন। এই কোর্স করার আদর্শ সময় হল রামাদানের ২-৩ মাস আগে। আর তখন থেকেই এডভাইসগুলো ফলো করা উচিত।
Who this course is for:
- Staying Productive Mentally, Spiritually and Physically in the Challanging Month of Ramadan